ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে দেব দেব

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে কলকাতায় তৈরি হতে যাচ্ছে নতুন একটি চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা দেব।

পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। আগামী বছরের মাঝামাঝি দৃশ্যধারণ শুরু হবে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি।

ছবিটি তৈরির জন্য দরকার বড় বাজেট। তাই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এটি নির্মাণের ইচ্ছা রাজের। এ ছাড়া মীরজাফর ও রবার্ট ক্লাইভের চরিত্রে জন্য অভিনেতা নির্বাচনের কাজেও ব্যস্ত তিনি।

এদিকে দেব বলেছেন, ‘সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করতে চায় না এমন একজন অভিনেতার নাম বলুন! আমিও চাই। ছবিটি নিয়ে রাজের সঙ্গে শিগগিরই আলাপ করবো। ’

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে মীরজাফরের বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশদের কাছে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। ঐতিহাসিক এ ঘটনা নিয়ে একটি দল অনেকদিন ধরে গবেষণা করছে। কাজ এগিয়ে গেছে অনেকখানি। এখন চিত্রনাট্য লিখছেন গীতিকার শ্রীজাত। কাজটা চ্যালেঞ্জিং জানিয়ে তিনি বললেন, ‘ইতিহাসের পাতায় আমরা অল্প কিছু জেনেছি। ইতিহাস বলছে সিরাজ ছিলেন ট্র্যাজিক হিরো। তবে দারুণ প্রেমিকমনও ছিলো তার। একই সঙ্গে তিনি নজিরবিহীন শাসনকর্তা ছিলেন। আমরা তার সবকিছুই চিত্রনাট্যে তুলে আনার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্কর ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।