ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কর্ণিয়ার বৈশাখ এখনই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কর্ণিয়ার বৈশাখ এখনই! কর্ণিয়া

মাত্র তো অগ্রহায়ণ পড়লো। হেমন্ত তার দ্বিতীয় মাসে পা দিয়েছে।

শীত, বসন্ত পেরিয়ে তবেই মিলবে নববর্ষের দেখা। এখনও ঢের বাকি! অতো হিসেব কে রাখে! এখনই কর্ণিয়ার গায়ে লেগেছে বৈশাখী হাওয়া। অগ্রহায়ণের প্রথম দিনে তার পয়লা বৈশাখ!

কেন, কীভাবে অতো প্রশ্নে না গিয়ে সোজা কর্ণিয়ার ফেসবুকের টাইমলাইনে ঘুরে আসা যাক। লাল-সাদা পোশাক, বাহারি মুখোশ, নাগরদোলা ঘুরছে- একেবারে বৈশাখী আবহ। ঘটনা কী? ‘মিউজিক ভিডিও’- প্রথমে আসল তথ্যটুকু দিয়ে আরেকটু খোলাসা করলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, ‘নববর্ষের একটা গান গেয়েছিলাম। ওটার মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হলো। ’

‘প্রতিটি বছর ঘুরে ঘুরে বাঙালির ঘরে ঘরে, আসে বাংলা নববর্ষ’- এমন সহজ কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ, সুর-সংগীত আরফিন রুমির। মিশ্র অ্যালবাম ‘বৈশাখে বাংলা ঢোল’ অ্যালবামে ছিলো এটি। প্রকাশ করেছে বাংলা ঢোল। অ্যালবাম বেরিয়ে গেছে। এবার মিউজিক ভিডিও আসার পালা। এটি নির্মাণ করেছেন প্রসূণ রহমান। রোববার (১৫ নভেম্বর) সারাদিন এর দৃশ্যধারণ হয়েছে।

ভিডিও কবে আসবে? কর্ণিয়া বললেন, ‘সামনের বৈশাখে’। খুবই স্বাভাবিক। নববর্ষের গান, বছরের মাঝামাঝি আবেদন অতোটা থাকবে না। তবে এখনই কিন্তু গানটি ঠিকই বাজছে কর্ণিয়ার মোবাইলে, ওয়েলকাম টিউন হিসেবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।