ওপার বাংলার নচিকেতা, অনুপম রায়, অন্বেষা আর বলিউডের সোনম পুরী হাজির হচ্ছেন এক ছবিতে। সঙ্গে আছেন এদেশের ফাহমিদা নবী, পান্থ কানাই, কনা, মিফতা ও মিনহাজ।
আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি এই পরিচালকদ্বয় ছবিটি নির্মাণ করছেন। কারা অভিনয় করবেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগে গানের কাজগুলোই শেষ করে নিচ্ছেন তারা। কেননা ‘যাযাবর’ মিউজিক্যাল ফিল্ম। একজন সংগীতশিল্পীর জীবন নিয়েই গল্প। গানগুলোর সংগীতায়োজন করেছেন আশেক মনজুর।
আসিফ বাংলানিউজকে বলছিলেন, ‘সব গানের রেকর্ডিং শেষ, শুধু একটা ছাড়া। আমাদের ছবিতে মোট ১২টি গান থাকবে। রেকর্ডিংয়ের জন্য কলকাতার গিয়েছিলাম। সোমবার (১৫ নভেম্বর) ফিরলাম। ’
তবে ‘যাযাবর’-এ কারা অভিনয় করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। পরিচালক জানাচ্ছিলেন, ‘এ বছরের ডিসেম্বরে আমরা দৃশ্যধারণ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুর দিকে দৃশ্যধারণ শুরু করতে পারবো। ’
আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি এর আগে ‘পাঠশালা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবিটি এখনও মুক্তি পায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কেবিএন/জেএইচ