ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেডেল অব ফ্রিডম পাচ্ছেন স্পিলবার্গ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
মেডেল অব ফ্রিডম পাচ্ছেন স্পিলবার্গ স্টিভেন স্পিলবার্গ

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন সেলুলয়েডের জাদুকর স্টিভেন স্পিলবার্গ। এ বছর ১৭ জন আমেরিকানকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।



অন্যদের মধ্যে উল্লেখযোগ্য গায়িকা-অভিনেত্রী বারব্রা স্ট্রাইস্যান্ড, গায়ক জেমস টেলর, গ্র্যামীজয়ী কিউবান-আমেরিকান গায়িকা গ্লোরিয়া এস্টেফান ও তার স্বামী প্রযোজক-সংগীতশিল্পী এমিলিও এস্টেফান, ব্রডওয়ে সুরকার স্টিফেন সোনধেইম, বেসবলের কিংবদন্তি উইলি মেইস। গত ১৫ নভেম্বর হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছে।

জনসেবা, বিনোদন ও খেলাধুলায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়ে থাকে। আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিতদের হাতে মেডেল তুলে দেবেন।

স্টিভেন স্পিলবার্গ তার চলচ্চিত্র জীবনে অনেক বিখ্যাত ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে আছে ‘জস’, ‘জুরাসিক পার্ক’, ‘ইন্ডিয়ানা জোন্স’-এর মতো কয়েকটি সফল সিরিজ। হলিউডে সবচেয়ে প্রভাবশালী ও ধনী নির্মাতা ভাবা হয় তাকেই।

বাংলাদেশ সময় : ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।