মুক্তিযুদ্ধের সময়কার গল্প। থাকবে ভাষা আন্দোলনের রেশও।
তিনি বলছিলেন, ‘এই গল্প নিয়েই আমার পরবর্তী ছবি। চিত্রনাট্য লেখা শেষ। অভিনেতা-অভিনেত্রীও চূড়ান্ত। দৃশ্যধারণে যাওয়ার সম্ভাব্য তারিখও ভাবা হয়ে গেছে। ’
এদিকে ছবির নাম নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন ঝন্টু। তিনটি নাম ভেবে রেখেছেন তিনি। এগুলো হলো ‘বায়ান্ন থেকে একাত্তর’, ‘বীর বীরাঙ্গনা’ ও ‘মুক্তিযোদ্ধা-রাজাকার’। কিন্তু কোনটি শেষ পর্যন্ত ছবির নাম হিসেবে চূড়ান্ত হবে, এখনও জানেন না ঝন্টু।
দুই ভাইয়ের একজন, যে মুক্তিযোদ্ধা, ওই চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। রাজাকার হবেন অমিত হাসান। থাকছেন নিপুন, রত্না, বিথি রানী সরকার। আমজাদ হোসেনও অভিনয় করবেন।
ছবিটির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলছিলেন, ‘জানুয়ারির শুরুর দিকে আমরা দৃশ্যধারণে যাবো। ’ এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কেবিএন/এসও