জনসচেতনতা তৈরি ও শান্তির আহবান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছে একটি আলোকচিত্র প্রদর্শনী।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনের পায়রা চত্বরে শুরু হবে অসহিষ্ণুতা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আলোকচিত্র প্রদর্শনী।
প্রদর্শনীটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ। উদ্বোধনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পাঠ করবেন শান্তির কবিতা ও গান। দেখানো হবে যুদ্ধবিরোধী চলচ্চিত্র।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসও