১৯৭৫ সালর ১৯ নভেম্বর হায়দারাবাদে এক বাঙালি পরিবারে জন্মগ্রহন করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারা বাবা শুভের সেন ইন্ডিয়ান এয়ার ফোর্স উইং কমান্ডার ছিলেন।
১. মিস ইউনিভার্স প্রতিযোগীতায় তিনি যে গাউনটি পড়েছিলেন সেটি বিখ্যাত কোনো ডিজাইনারের তৈরি করা ছিলো না। সুস্মিতার মা সেই গাউনটি নিজের হাতে তৈরি করেছিলেন।
২. ১৯৯৬ সালে বলিউড অভিষেক হয় সুস্মিতা সেনের। এরপর ২০০০ সালে ‘বিবি নম্বর ১’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, আইফা ও স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড পুরস্কার জেতেন।
৩. খুব কম মানুষই জানেন বলিউডের এই অভিনেত্রী কবিতা লিখতে পছন্দ করেন। সময় পেলে কবিতা লিখতে বসে পড়েন তিনি।
৪. ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুনা’ ছবিতে প্রথম শাড়ি পড়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বিএসকে/এসও