মাধব সব সময় বাবা ঘিসুর কথা মতো চলে। ঘিসু কাজ করতে চান না।
ভারতীয় লেখক মুন্সী প্রেমচাঁদের অনেক লেখাই পড়েছেন মোশাররফ করিম। তার লেখা ‘কফিন’ গল্পটি ভীষন ভালো লাগে এই অভিনেতার। সেই ‘কফিন’ গল্পের নাট্যরূপ ‘কাফন’-এ অভিনয় করছেন তিনি। ১৯৩০ সালের গল্প হলেও দৃশ্যধারণ করা হয়েছে এ সময়ের প্রেক্ষাপটে।
মোশাররফ করিম বাংলানিউজকে বলেন, ‘লেখক ও গল্প দুটোই আমার খুব প্রিয়। অনেকদিন পর মন খুলে অভিনয় করলাম । কমেডি ঘরানার নাটক করতে করতে হাঁপিয়ে উঠেছি। ভিন্নধারার গল্প সব সময়ই আমার প্রিয়। ’ মোশাররফ জানান, এখানে তার ব্যতিক্রমী অভিনয় দর্শকদের ভাল লাগবে।
কিছুদিন আগে মানিকগঞ্জের সাটুরিয়া, কালিহাটি জমিদার বাড়ি ও আশেপাশের এলাকায় নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য লিখেছেন আবু রাজিন ও আরিফ শরীফ। পরিচালনায় আরিফ শরীফ।
বাম্বেল বি ও এম প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে নাটকটি। আগামী ডিসেম্বরেই এটি টিভিতে প্রচার হওয়ার কথা। মোশাররফের পাশাপাশি এতে অভিনয় করেছেন জুঁই করিম, আমিনুল হক চৌধুরী, মারজুক রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ/এসও