ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস

টেলর সুইফটের হ্যাটট্রিক!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
টেলর সুইফটের হ্যাটট্রিক! টেলর সুইফট

সশরীরে উপস্থিত ছিলেন না, কিন্তু টেলর সুইফটই ৪৩তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন। এর মধ্যে বর্ষসেরা অ্যালবাম ও বর্ষসেরা গান বিভাগে সেরা হয়েছেন তিনি।

গানটি হলো ‘ব্ল্যাঙ্ক স্পেস’, অ্যালবামটি হলো ‘নাইনটিন এইটি নাইন’। অ্যাডাল্ট কন্টেমপরারি বিভাগেও সেরা হয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।

পপ/রক বিভাগে সবাইকে চমকে দিয়ে সেরা গায়িকার পুরস্কার জিতলেন ২২ বছর বয়সী মার্কিন তারকা আরিয়ান গ্র্যান্ড। একই বিভাগে প্রিয় গায়কের পুরস্কার পেলেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। সামনের সারির পুরস্কার আর্টিস্ট অব দ্য ইয়ার জিতেছে ওয়ান ডিরেকশন ব্যান্ড। প্রিয় ব্যান্ডের পুরস্কারও উঠেছে তাদের হাতে। দুটি করে পুরস্কার ঘরে তুলেছেন নিকি মিনাজ ও দ্য উইকেন্ড।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে গত ২২ নভেম্বর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গায়িকা জেনিফার লোপেজ। শুরুতে বছরের তিন বিখ্যাত গান মার্ক রনসনের ‘আপটাউন ফাঙ্ক’, টেলর সুইফটের ‘ব্ল্যাঙ্ক স্পেস’ ও ড্রেকের ‘হটলাইন ব্লিং’-এর মেডলির তালে দীর্ঘ সময় ধরে নেচেছেন তিনি। সবশেষে নিজেরই গাওয়া ‘হোয়াট ডু ইউ মিন?’, ‘হোয়্যার আর ইউ নাউ’ ও ‘সরি’ গানের মেডলি পরিবেশন করেন জাস্টিন বিবার।

বিজয়ী তালিকা
আর্টিস্ট অব দ্য ইয়ার: ওয়ান ডিরেকশন
নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার: স্যাম হান্ট
সং অব দ্য ইয়ার: ব্ল্যাঙ্ক স্পেস (টেলর সুইফট)
কোলাবোরেশন অব দ্য ইয়ার: স্ক্রিলেক্স ও ডিপলো ফিচারিং জাস্টিন বিবার (হোয়্যার আর ইউ নাউ)
গায়ক-পপ/রক: এড শিরান

গায়িকা-পপ/রক: আরিয়ানা গ্র্যান্ড
দ্বৈত/ব্যান্ড-পপ/রক: ওয়ান ডিরেকশন
অ্যালবাম: নাইনটিন এইটি নাইন (টেলর সুইফট)
গায়ক-কান্ট্রি: লুক ব্রায়ান
গায়িকা-কান্ট্রি: ক্যারি আন্ডারউড
দ্বৈত/ব্যান্ড-কান্ট্রি: ফ্লোরিডা জর্জিয়া লাইন

অ্যালবাম-কান্ট্রি: অ্যানিথিং গোজ (ফ্লোরিডা জর্জিয়া লাইন)
শিল্পী-র‌্যাপ/হিপ-হপ: নিকি মিনাজ
অ্যালবাম-র‌্যাপ/হিপ-হপ: দ্য পিঙ্কপ্রিন্ট (নিকি মিনাজ)
গায়ক-সৌল/রিদমঅ্যান্ডব্লুজ: দ্য উইকেন্ড
গায়িকা-সৌল/রিদমঅ্যান্ডব্লুজ: রিয়ান্না
অ্যালবাম-সৌল/রিদমঅ্যান্ডব্লুজ: বিউটি বিহাইন্ড দ্য ম্যাডনেস (দ্য উইকেন্ড)
শিল্পী-অল্টারনেটিভ রক: ফল আউট বয়

শিল্পী-অ্যাডাল্ট কন্টেমপরারি: টেলর সুইফট
শিল্পী-ল্যাটিন: এনরিক ইগলেসিয়াস
শিল্পী-কন্টেমপরারি ইন্সপিরেশনাল: কাস্টিং ক্রাউনস
শিল্পী-ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম): ক্যালভিন হ্যারিস
সেরা সাউন্ডট্র্যাক: পিচ পারফেক্ট টু



বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।