ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লন্ডনের মঞ্চে সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
লন্ডনের মঞ্চে সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান নিকোল কিডম্যান

চলচ্চিত্রে অভিনয় করে অস্কার জিতেছেন, এবার মঞ্চনাটকে অনবদ্য অভিনয় নৈপুন্যের জন্য পুরস্কার জিতলেন নিকোল কিডম্যান। ‘ফটোগ্রাফ ফিফটি ওয়ান’ নামের একটি নাটকে কাজের জন্য এই স্বীকৃতি জুটলো তার কপালে।

৪৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকা ঘরে তুলেছেন লন্ডন ইভেনিং স্ট্যান্ডার্ড থিয়েটার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর সম্মান।

১৯৯৮ সালের পর নতুন নাটকটির মাধ্যমে লন্ডনের মঞ্চে ফেরেন নিকোল কিডম্যান। এতে ডিএনএ গবেষক রোসালিন্ড ফ্রাঙ্কলিন চরিত্রে দেখা গেছে তাকে। সমালোচক মহলে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে।

গত রোববার নিকোলের হাতে পুরস্কারটি প্রদান করা হয়। ‘দ্য রুলিং ক্লাস’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন ব্রিটিশ তারকা জেমস ম্যাকাভয়।



বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।