উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতে উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ বিসমিল্লাহ খান। বাদ্যযন্ত্র সানাইকে উচ্চাঙ্গসংগীত বাদনের মর্যাদায় নিয়ে গেছেন তিনি।
বিসমিল্লাহ খানের জীবন ও কর্ম নিয়ে ভারতীয় পরিচালক গৌতম ঘোষ তৈরি করেছেন ‘মিটিং অ্যা মাইলস্টোন- ওস্তাদ বিসমিল্লাহ খান’। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে দেখানো হবে এটি। শনিবার (২৮ নভেম্বর) শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে (নিচতলা) সন্ধ্যা সাড়ে ৫টায় দেখা যাবে ‘মিটিং অ্যা মাইলস্টোন- ওস্তাদ বিসমিল্লাহ খাঁন’। প্রদর্শনীর পর থাকছে মুক্ত আলোচনা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসও/জেএইচ