ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দাদাসাহেব ফালকে পুরস্কারের জুরি সদস্য রুনা লায়লা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
দাদাসাহেব ফালকে পুরস্কারের জুরি সদস্য রুনা লায়লা রুনা লায়লা

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড হলো চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা। প্রতি বছর একজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বিজয়ী নির্বাচন করে একটি জুরি বোর্ড। এই বোর্ডে এবার বিচারক মনোনীত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি দায়িত্বটি নিতে এরই মধ্যে সম্মতিও জানিয়েছেন।

গত ১৬ জানুয়ারি রুনার হাতে আয়োজক দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো অনুরোধের চিঠিটি আসে। এতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনটির ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার। চিঠিতে রুনাকে বলা হয়েছে, ‘আপনার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে। ’

সুসংবাদটি জানিয়ে বাংলানিউজকে রুনা বলেছেন, ‘আমি জুরি সদস্য হতে সম্মতি জানিয়েছি শনিবার (২৩ জানুয়ারি)। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে। ’

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

এ পর্যন্ত ভারতের কীর্তিমান শিল্পীদের মধ্যে অনেকে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিলীপ কুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, ভূপেন হাজারিকা, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব আনন্দ, রাজ কাপুর, প্রাণ, গুলজার, শশী কাপুর প্রমুখ।

এদিকে রোববার (২৪ জানুয়ারি) কলকাতায় এক কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন রুনা লায়লা। এর দুই দিন পর ঢাকায় ফিরবেন তিনি।

* বাংলাদেশি হিসেবে আমি ধন্য
* চৈতালী দিনে সুরের মুর্ছনা ছড়ালেন রুনা লায়লা
* সিঙ্গাপুরে দুর্গোৎসবে রুনা লায়লা
* রুনা লায়লা সম্পর্কে কতটা জানেন?
* গ্রেট মিউজিক গুরুকুলে রুনা লায়লা
* লন্ডনের হাউস অব কমন্সে রুনাকে সংবর্ধনা
* আশার জন্য রুনার সমবেদনা
* একমঞ্চে গাইলেন রুনা-বন্যা

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।