শনিবার দুপুরে (২৩ জানুয়ারি) চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠান শেষে এফডিসিতে ছুটে যান নায়করাজ রাজ্জাক। উদ্দেশ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির দাওয়াত রক্ষা করা।
অনুষ্ঠানে রাজ্জাককে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অমিত হাসান, ফেরদৌস, শাকিব খান, ইমন ও বাপ্পি। আরও এসেছিলেন নির্মাতা ও লেখক আমজাদ হোসেন, অভিনেতা হাসান ইমাম, চিত্রগ্রাহক আফজাল এইচ খান, অভিনেত্রী অঞ্জনা, নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ আরও অনেকে। রাজ্জাকের সঙ্গে এসেছিলেন তার দুই পুত্র ও অভিনেতা বাপ্পারাজ ও সম্রাট।
নিজের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে রাজ্জাক চলচ্চিত্র নিয়ে স্মৃতিচারণ করেন। এখনকার চলচ্চিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। চলচ্চিত্রে আবার সুদিন ফিরবে- এমনটাই প্রত্যাশা করেন ৫বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী এই কিংবদন্তি অভিনেতা।
* প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নায়করাজকে
* নায়করাজকে ঘিরে ভুল তথ্য নয়
* ভার্চুয়াল শুভেচ্ছায় ভাসছেন রাজ্জাক
* ‘টাকার পেছনে ঘুরিনি, টাকা আমার পেছনে দৌঁড়েছে’
* রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি
* সাত নায়িকার সঙ্গে নায়করাজের কালজয়ী ৭ গান (ভিডিও)
* শুনুন নায়করাজকে নিবেদিত গান (অডিও)
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও