‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’সহ শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ। গুণী এই মানুষটি এখন হাসপাতালে শয্যাশায়ী।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সেলিম আশরাফকে ভর্তি করা হয়েছে রাজধানীর বনশ্রীর ফরায়জী হাসপাতালে। এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
মিনু আরও জানান, কয়েক বছর ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন সেলিম আশরাফ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবার দ্রুত তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিনু।
সেলিম অাশরাফ ফেসবুকে সবশেষ স্ট্যাটাস দিয়েছেন গত ২২ জানুয়ারি। সেখানে তিনি সদ্যপ্রয়াত কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী খোন্দকার নূরুল আলমকে নিয়ে শোক প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘খোন্দকার নূরুল আলম শুধু সুরকারই ছিলেন না। তিনি ছিলেন বহুগুণে এবং জ্ঞানে পরিপূর্ণ একজন অসাধারণ ব্যক্তিত্ব, যার সান্নিধ্যে থেকে আমরা বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে অবহিত হয়েছি। আমাদের সংগীতাঙ্গনে এমন প্রতিভাবান শান্ত, সৌম্য, মৃদুভাষী, সদা হাসিমুখের আর একজন খোন্দকার নূরুল আলম আসবে কবে জানি না। তবে খোন্দকার ভাই চির জাগ্রত থাকবেন আমাদের অন্তরে। ’
* ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসও/জেএইচ