জাস্টিন বিবারের নামেই এখন গান চলে! তার অ্যালবাম ও গানের বাজার কাটতি বরাবরই ঈর্ষনীয়। ২১ বছর বয়সী এই কানাডিয়ান তারকার খ্যাতিকে নিজেদের প্রচারণায় ব্যবহার করছে ইসলামি জঙ্গী সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।
সংগঠনটির টুইটার অ্যাকাউন্টে ‘জাস্টিন বিবার’ হ্যাশট্যাগ যুক্ত করে একটি ভিডিও ছেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে তারা। তাদের মূল লক্ষ্য তরুণ-তরুণীরা। বিবারের গানের শ্রোতাদের বড় অংশ তরুণরাই। ‘মেসেজ টু ইসলামিক ওয়েস্ট’ শিরোনামের ১৫ মিনিট ব্যাপ্তির ভিডিওতে ‘জাস্টিন বিবার’ হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে।
টুইটারে বিবারের অনুসারীর সংখ্যা ৭ কোটি ৪০ লাখ। ফলে পৃথিবীব্যাপী সর্বস্তরে পৌঁছানোর সহজ পথ হিসেবে তার নাম বেছে নিয়েছে আইএস। এ নিয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি তিনি।
* ‘হোয়াট ডু ইউ মিন?’ গানের ভিডিও :
* ‘লাভ ইউরসেলফ’ গানের ভিডিও :
* ‘সরি’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জেএইচ