ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে ‘স্মৃতির আয়নায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে ‘স্মৃতির আয়নায়’

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে সাজানো হয়েছে বিটিভির নিয়মিত আয়োজন ‘স্মৃতির আয়নায়’ অনুষ্ঠানের এবারের পর্ব। এতে তার কালজয়ী পাঁচটি গান পরিবেশন করবেন ভারতীয় শিল্পী সৌমেন অধিকারী।



গানগুলো হলো- ‘এই রাত তোমার আমার’, ‘অলির কথা শুনে’, ‘আজ দুজনার’, ‘আমি দূর হতে তোমাকে দেখেছি’ এবং ‘ও নদীরে’।

সোমবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

উপস্থাপনায় কবির বকুল, প্রযোজনায় সৈয়দ জামান।  

সম্প্রতি রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়ে শোনান সৌমেন। তিনি কলকাতার মানুষ। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রভাব রয়েছে তার গানে।

* ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হেমন্ত মুখোপাধ্যায়ের গান


বাংলাদেশ সময় : ০২১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।