ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৮৭ দিনেই ১০০ কোটির ঘরে 'হ্যালো'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
৮৭ দিনেই ১০০ কোটির ঘরে 'হ্যালো' অ্যাডেল

দুঃখিত সাই! ইউটিউবে দ্রুততম সময়ে ১০০ কোটি বার দেখা ভিডিওর রেকর্ড এখন অ্যাডেলের গাওয়া ‘হ্যালো’র দখলে। আগের রেকর্ডটি গড়েছিলো কোরিয়ান পপ সেনসেশন সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’।



ইউটিউব কর্তৃপক্ষ গত ২১ জানুয়ারি জানায়, ৮৭ দিনেই 'হ্যালো' দেখা হয়েছে ১০০ কোটি বার। এ মাইলফলক স্পর্শ করতে 'গ্যাংনাম স্টাইল'-এর লেগেছিলো ১৫৮ দিন।

বিলবোর্ড চার্টে দশ সপ্তাহ ধরে শীর্ষে আছে 'হ্যালো' গানটি। তাই ইউটিউবের হেড অব অরিজিনাল প্রোগ্রামিং সুজানে ড্যানিয়েলস বলেছেন, 'এই রেকর্ড অ্যাডেলেরই প্রাপ্য, তার এই গানের প্রাপ্য। '

ইউটিউবের ইতিহাসে এখন পর্যন্ত ১৭টি গান ১০০ কোটির ঘরে ঢুকতে পেরেছে। এ তালিকায় উল্লেখযোগ্য মেরুন ফাইভ ব্যান্ডের 'সুগার', মেজর লেজারের 'লিন অন', ওয়ান রিপাবলিক ব্যান্ডের 'কাউন্টিং স্টারস', এলএমফাওয়ের 'পার্টি রক', সিয়ার 'শ্যান্ডেলেইয়ার' প্রভৃতি।

কিছু ভিডিও ১০০ কোটি বারের কাছাকাছি পৌঁছেও থেমে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিরার 'ওয়াকা ওয়াকা', এড শিরানের 'থিংকিং আউট লাউড' এবং এলি গোল্ডিংয়ের 'লাভ মি লাইক ইউ ডু'।

ইউটিউবের বক্তব্য, পুরনো গানের চেয়ে নতুন ভিডিওগুলো দ্রুততম সময়ে ১০০ কোটির ঘর পেরিয়ে যাচ্ছে। যেমন কেটি পেরির 'রোর' কিংবা টেলর সুইফটের 'ব্ল্যাঙ্ক স্পেস' এই মাইলফলক ছুঁয়েছে জাস্টিন বিবারের 'বেবি' ও এমিনেমের 'লাভ দ্য ওয়ে ইউ লাই' গানের আগেই।

* ‘হ্যালো’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।