ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হলিউডে উমা থারম্যানের সঙ্গে ধানুষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
হলিউডে উমা থারম্যানের সঙ্গে ধানুষ উমা থারম্যান ও ধানুষ

ইরফান খান, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ওম পুরি, সোনু সুদ ও গুলশাল গ্রোভারের পর এবার দক্ষিণী ও হিন্দি ছবির গন্ডি পেরিয়ে হলিউডে নাম লেখালেন জনপ্রিয় অভিনেতা ধানুষ। পশ্চিমে প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন হলিউড অভিনেত্রী উমা থারম্যান ও আলেক্সান্ড্রা ড্যাডারিওকে (স্যান আন্ড্রিয়াস)।



ছবির নাম বিরাট লম্বা- ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির হু গট ট্র্যাপড ইন অ্যান ইকিয়া কাপবোর্ড’। পরিচালনা করছেন ইরানি-ফরাসি নির্মাতা মার্জানে সাতরাপি। তিনি অ্যানিমেটেড ছবি ‘পার্সপলিস’ (২০০৭) বানিয়ে সুনাম কুড়িয়েছেন। সব ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি শুরু হয়ে এর দৃশ্যধারণ হবে ভারত, ফ্রান্স, ইতালি ও মরক্কোতে। প্রযোজনায় অদিতি আনন্দ।

ছবিটিতে ধানুষকে দেখা যাবে জাদুকর আজা চরিত্রে। মা তাকে প্যারিসে পাঠান একটি গোপন মিশনে। আজা মজার মানুষ, একই সঙ্গে তিনি সংবেদনশীল। এ চরিত্রে ৩২ বছর বয়সী এই অভিনেতাকে নির্বাচন করা প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ‘ভারতের যতো ছবি দেখেছি, সেগুলোতে ধানুষকেই আমার পছন্দ হয়েছে বেশি। তার বুদ্ধিমত্তা, হাসি ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব আজা চরিত্রের সঙ্গে মানানসই। ’

দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন ধানুষ। গত বছর অমিতাভ বচ্চনের সঙ্গে ‘শামিতাভ’-এ দেখা গেছে তাকে। ২০১০ সালে ‘আদুকালাম’ ছবির জন্য প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি। ২০১৪ সালে ‘কাকা মুত্তাই’র জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ধানুষ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।