ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্রিকেট নিয়ে টয়ার প্রস্তুতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ক্রিকেট নিয়ে টয়ার প্রস্তুতি মুমতাহিনা টয়া / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুরো এক সপ্তাহ ক্রিকেট নিয়ে গবেষণা করেছেন মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া। ক্রিকেটের অনেক বিষয়ই তার জানা ছিলো না।

এই গবেষণার সুবাদে অনেক কিছু জেনেছেন। নিজেকে তৈরি করার জন্যই তার এই গবেষণা।

প্রথমবারের মতো ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন টয়া। সেজন্যই তার এই প্রস্তুতি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ উপলক্ষে জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় বেশ কয়েকদিন দেখা যাবে তাকে।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে উঠে আসা টয়া বলেছেন, ‘এর আগে আমি উপস্থাপনা করলেও ক্রিকেট শো উপস্থাপনায় এবারই প্রথম। তাই ক্রিকেট নিয়ে গবেষণার মাধ্যমে নিজেকে তৈরি করেছি। ’

আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে ১৬ জাতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। মোট ৪৮ ম্যাচের এ টুর্নামেন্ট হবে দেশের আটটি ভেন্যুতে। ২৭ জানুয়ারি চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে পর্দা উঠবে এই আসরের। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে হবে ফাইনাল। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সব ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনালসহ মোট ১৮টি খেলা সরাসরি দেখাবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

প্রতিটি ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’। আর অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব উপস্থাপনা করবেন টয়া। তার অতিথি হবেন দেশসেরা সাবেক ক্রিকেটাররা। টয়া ছাড়াও ‘ক্রিকেট এক্সট্রা’ ধারাবাহিকভাবে উপস্থাপনা করবেন শ্রাবণ্য।

* নাটকের আইটেম গানে টয়া
* ২২ দিনের জন্য থাইল্যান্ডে
* টয়ার রসিকতা!
* তিন প্রেমিকা নিয়ে দৌড়ের ওপর নিশো!
* ডলস হাউস ২ : সাতটি তারার তিমির
* বিরতি ছাড়াই দেখা যাবে ‘সুপার স্টার’
* তারারাও যে ইতিহাসের সাক্ষী
* ৯ নবীনের ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’
* দুই অভিনেত্রীর ভিন্ন মত

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।