মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে অনেকদিন পর ধারাবাহিক নাটকে পাবেন দর্শকরা। এটি তৈরি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষের পরিচয়’ উপন্যাস অবলম্বনে, নাম ‘রূপকথার মা’।
৫২ পর্বের ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচের। এতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শ্যামল মাওলা, মাজনুন মিজান, লাবণ্য লিজা, আহসান কবিরসহ অনেকে। একুশে টেলিভিশনে আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে নাটকটি।
‘রূপকথার মা’র পাশাপাশি একুশে টেলিভিশনে নতুন আরও তিনটি ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে আগামী মাসে। এর মধ্যে ‘অন্ধকারের গান’ ১ ফেব্রুয়ারি থেকে প্রতি রবি ও সোমবার রাত ১০টায় প্রচার হবে। মধ্যবিত্ত পরিবারের সদা হাস্যোজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবনযাপন নিয়ে এর গল্প। নজরুল ইসলামের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, ঊর্মিলাসহ অনেকে।
একই দিন থেকে রবি ও সোমবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে ইরাজ আহমেদের রচনা ও মোস্তাসির বিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কাছাকাছি’। পাঁচ তরুণ-তরুণীর জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকা নানান হাসি, কান্না ও কষ্ট নিয়ে এর গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ্, জেনি, শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, এজাজুল ইসলাম, নাজিবা বাশারসহ অনেকে। প্রতি নাটকটি।
এ ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রচার হবে মধ্যবিত্ত নাগরিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘থার্ড আই’। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনয় এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, আরফান নিশো, সাদিয়া ইসলাম প্রভা, অপর্ণা, আলিফ প্রমুখ।
* দর্শকের গল্পে বিজয় দিবসের নাটকে মৌ
* নীল শাড়িতে মৌকে দেখে নিশোর দৌড়!
* কষ্ট ভোলার জন্য মদ্যপান করছেন মৌ!
* সাবিনা ও মৌ’র মেয়ের নাচ-গান
* অসম প্রেমে মৌ-নাঈম!
বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ