ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফ্রান্সে যাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ফ্রান্সে যাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’

বিশ্বের বিভিন্ন দেশের পর রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবার যাচ্ছে ফ্রান্সে। ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে হবে এর ফরাসি প্রিমিয়ার।

পরিচালকের পাশাপাশি বিশ্বের বৃহত্তম এই এশীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী শাহানা গোস্বামি।

উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত ৯টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের মধ্যে আছে ‘আন্ডার কনস্ট্রাকশন’। এ ছাড়া ক্রিটিক’স অ্যাওয়ার্ড, নেটপ্যাকসহ অন্যান্য বিভাগেও প্রতিযোগিতা করবে ছবিটি। বিচারকদের প্রধান হিসেবে থাকছেন কোরিয়ান নিউ ওয়েভের অন্যতম এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ইম সাং-সু। ক্রিটিকস অ্যাওয়ার্ডের প্রধান জুরি কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকের আর্টিস্টিক ডিরেক্টর ও কায়ে দ্যু সিনেমার প্রাক্তন সম্পাদক চার্লস টেসন।

আগামী ৩ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ভেসল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ার বিভিন্ন দেশের ৯০টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও তথ্যচিত্র থাকছে এতে। ফ্রান্সের ভেসল শহরের আয়োজনটি এশিয়ার সম্ভাবনাময় নির্মাতাদের অাবিস্কার ও তাদের চলচ্চিত্রের প্রসারে ব্যাপক ভূমিকা রাখে এশীয় চলচ্চিত্রের প্রথম ও সবচেয়ে সম্মানজনক এ উৎসব।

গত বছরের জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর থেকে এ পর্যন্ত মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসব, স্টকহোম চলচ্চিত্র উৎসব, সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কেরালা চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’।

ফিলিপাইনের সালামিন্ডানাও এশীয় চলচ্চিত্র উৎসবে এটি জিতেছে সেরা ছবির পুরস্কার। এ ছাড়া সম্প্রতি সমাপ্ত হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় এ ছবির মাধ্যমে। উৎসবে সেরা দর্শক পুরস্কার পায় এটি। আর জুরিদের বিচারে সেরা নারী নির্মাতা হয়েছেন রুবাইয়াত হোসেন।

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের কাহিনী ‘আন্ডার কনস্ট্রাকশন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২২ জানুয়ারি। এখন এটি চলছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড ও শ্যামলী সিনেমা হলে। ছবিটির পরিবেশনায় আছে খনা টকিজ।

বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।