ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেড় বছর ধরে ক্রিকেটের সঙ্গে শ্রাবণ্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দেড় বছর ধরে ক্রিকেটের সঙ্গে শ্রাবণ্য তৌহিদা শ্রাবণ্য/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বকাপ ক্রিকেট থেকে শুরু হয়েছে, এখনও ক্রিকেটের সঙ্গে আছেন মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা তৌহিদা শ্রাবণ্য। দেড় বছর ধরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করে আসছেন তিনি।



বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’, ‘ক্রিকেট এক্সট্রা’ও ‘ক্রিকেট হাইলাইটস’- সবটাই উপস্থাপনা করেছেন শ্রাবণ্য। বাংলাদেশ জাতীয় দলের খেলার সময় প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে।

এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রতিটি ম্যাচের শুরুতে ও মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ক্রিকেট বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘ক্রিকেট এক্সট্রা’। এটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য। বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটায় প্রচার হবে এর প্রথম আয়োজন। এদিন চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

শ্রাবণ্য বাংলানিউজকে জানালেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে ফাইনালের দিনও ‘ক্রিকেট এক্সট্রা’ উপস্থাপনা করবেন তিনি। সব মিলিয়ে সাতদিন তাকে এ আয়োজনে পাওয়া যাবে।

এদিকে উপস্থাপনার পাশাপাশি নাটক আর বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করছেন শ্রাবণ্য। সম্প্রতি কাজ করলেন ‘আংটি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের নাটকে। এতে তার সহশিল্পী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম। শ্রাবণ্য জানালেন, ‘বিয়ের পর (অভিনেত্রী নায়িদার সঙ্গে) সম্ভবত এটাই নাঈম ভাইয়ের নতুন কাজ। তার সঙ্গে এবারই প্রথম অভিনয় করলাম। ’

উপস্থাপনায় নিয়মিত হলেও অভিনয় টুকটাক করছেন শ্রাবণ্য। টিভিতে অবশ্য এখন তার মুখ নিয়মিত দেখা যাচ্ছে বিজ্ঞাপনচিত্রের সুবাদে। এর মধ্যে টিউলিপ পিলের বিজ্ঞাপনটি প্রশংসিত হয়েছে। আরএফএলের আরেকটি বিজ্ঞাপনও টিভিতে প্রচার হচ্ছে এখন।

* খেলা মিস করলে আছেন শ্রাবণ্য!
* শ্রাবণ্যর হ্যাটট্রিক!
* অভিনয়ে ক্রিকেট ম্যানিয়ার শ্রাবণ্য
* সুপারওম্যান শ্রাবণ্য!

বাংলাদেশ সময় : ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।