ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবৃত্তিতে নদী বিষয়ক ১৮ কবিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আবৃত্তিতে নদী বিষয়ক ১৮ কবিতা ‘নদী বাঁচাও’ অ্যালবামের প্রচ্ছদ

নদী বিষয়ক ১৮ টি কবিতা নিয়ে প্রকাশ পেয়েছে আবৃত্তির অ্যালবাম ‘নদী বাঁচাও’। আবৃত্তি করেছেন নাজমুল আহসান।

অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

‘নদী বাঁচাও’ অ্যালবামে রয়েছে কালজয়ী কিছু কবিতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নদী’, ‘আমাদের ছোট নদী’ ও ‘ইচ্ছামতী’, জীবনানন্দ দাশের ‘নদী’, ‘আবার আসিব ফিরে’ ও ‘অনেক নদীর জল’, আবুল কাশেমের ‘এ শহর এখন’, আহসান হাবীবের ‘আমি’, বুদ্ধদেব বসুর ‘নদী স্বপ্ন’ প্রভৃতি।

নিয়াজ মোহাম্মদ তারিকের গ্রন্থনায় অ্যালবামটিতে ধারাবর্ণনা করেছেন শায়লা নাসির কেয়া। অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মহলানবীশ। আবহ সঙ্গীত ও সম্পাদনা করেছেন শাহরিয়ার আহমেদ কাজল।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।