ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কার মঞ্চ মাতাবেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
অস্কার মঞ্চ মাতাবেন যারা

৮৮তম অস্কার অনুষ্ঠানে কারা পুরস্কার তুলে দেবেন আর কারা নাচবেন-গাইবেন, এর প্রথম তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এ তথ্য জানানো হয়।

উপস্থাপক হিসেবে কমেডিয়ান ক্রিস রকের নাম ঘোষণা করা হয়েছে আগেই।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার তালিকায় আছেন অভিনেত্রী শার্লিজ থেরন, হুপি গোল্ডবার্গ, টিনা ফে, গায়িকা লেডি গাগা, গায়ক স্যাম স্মিথ, ফ্যারেল উইলিয়ামস, দ্য উইকেন্ড, অভিনেতা বেনিসিও দেল তোরো, রায়ান গসলিং, কেভিন হার্ট ও শিশুশিল্পী জ্যাকব ট্রেমব্লে।

এবারের অনুষ্ঠানের দুই প্রযোজক ডেভিড হিল ও রেজিনাল্ড হাডলিন বলেছেন, ‘এই শিল্পীদের প্রত্যেকে অস্কার মঞ্চে চমৎকারভাবে স্বাতন্ত্র এনেছেন। মানবিক অভিজ্ঞতা বিষয়ক বেশকিছু নানান রঙের রোমাঞ্চকর গল্পের প্রতিনিধিত্ব করবেন তারা। তাদেরকে এই উদযাপনের অংশ করতে পেরে আমরা সম্মানিত। ’

নিয়ম অনুযায়ী গতবারের সেরা অভিনেত্রী জুলিয়ান মুর দেবেন সেরা অভিনেতাকে, সেরা অভিনেতা এডি রেডমেইন দেবেন সেরা অভিনেত্রীকে, সেরা সহ-অভিনেতা জে.কে. সিমন্স দেবেন সেরা সহ-অভিনেত্রীকে আর গতবারের সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট পুরস্কার তুলে দেবেন এবারের সেরা সহ-অভিনেতাকে।

গতবারের মতো এবারও সেরা অভিনয়শিল্পী বিভাগে মনোনীত ২০ জনই শ্বেতাঙ্গ হওয়ায় ও কৃষ্ণাঙ্গরা উপেক্ষিত থাকায় বৈচিত্র নিয়ে বিতর্ক চলছে। বৈচিত্র না থাকায় কৃষ্ণাঙ্গ কয়েকজন শিল্পী ও নির্মাতা অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়ায় ম্লান হয়ে পড়েছে এবারের আয়োজন।

নির্মাতা স্পাইক লি’র মতে, অস্কারের কোটায় কৃষ্ণাঙ্গ, এশীয় ও জাতিগতভাবে সংখ্যালঘুদের যুক্ত করা প্রয়োজন। তবে এবার অস্কার মনোনীত অভিনেত্রী চার্লোট র‌্যাম্পলিং মনে করেন, এ বিতর্কের মাধ্যমে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদ দেখানো হচ্ছে। এ ছাড়া দু’বার অস্কারজয়ী স্যার মাইকেল কেইন কৃষ্ণাঙ্গ অভিনেতাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

* অস্কারে সাদাদের বাজিমাত, কালোরা দুধভাত!
* অস্কার মনোনীত সেরা ৮ ছবি কেমন?
* অস্কারে একজনেরই অর্ধশত মনোনয়ন!
* ৩৯ বছর পর অস্কার রিংয়ে স্ট্যালোন

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।