‘মেসি গোল দেবেন, এ আর এমন কি! তেমনি প্রিন্স মাহমুদের গান তো ভালো হবেই, এটাই তো চেনা! তাই তাকে প্রতিযোগিতা করতে হয় তার নিজের সঙ্গে’- বলছিলেন সংগীতশিল্পী তপু। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মোবাইল প্রতিষ্ঠান রবিতে ‘খেয়ালপোকা’র প্রকাশনা অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।
প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে ১০ জন শিল্পীর নতুন গান নিয়ে সাজানো হয়েছে এ অ্যালবাম। অনুষ্ঠানে দেশের সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের শিল্পী-নির্মাতারা জনপ্রিয় এই সংগীতশিল্পী সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
মাহাদীর গাওয়া ও প্রিন্সের সুর-সংগীতে ‘তুমি বরুণা হলে হবো আমি সুনীল’ গানের গীতিকার আসিফ ইকবাল বলেছেন, ‘ও খেয়ালি মানুষ। অনেক অভিমানও আছে। ওর চারপাশের মানুষদের তাই ওকে সমর্থন দিয়ে যাওয়া দরকার। আমি বিশ্বাস করি, প্রিন্স গান করলে সেটা ভালো হবেই। ’
নাট্য ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’র জন্য একটি গান তৈরি করেছিলেন প্রিন্স মাহমুদ। অনিমেষ বলেছেন, ‘আমি কিছু জিনিয়াস মানুষের মধ্যে পাগলামি দেখেছি। তাদের মধ্যে দুই হুমায়ূন মানে হুমায়ূন আহমেদ ও হুমায়ুন ফরীদি বেঁচে নেই। প্রিন্সও তাদের একজন। সৃষ্টিশীল মানুষের মধ্যে এমন পাগলামি থাকা দরকার। আমি নিশ্চিত, তার নতুন গানগুলোও বরাবরের মতোই ভালো হয়েছে। ’
গীতিকার শফিক তুহিন যেমন লিখেছেন, তেমনি গেয়েছেন প্রিন্সের সুরে। তার কথায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নবীনবরণ, আড্ডা কিংবা পিকনিকে প্রিন্স মাহমুদের গান ছিলো আমাদের চেনাসঙ্গী। তার গান আমার মতো অসংখ্য তরুণের যৌবনের প্রেমকে বেগবান করেছে। তার গানগুলোর সাহিত্যমান রয়েছে। তিনি নিয়মিত গান করলে আমরা পরের প্রজন্ম কিছু শিখতে পারবো। আরও ভালো লেখার অনুপ্রেরণা পাবো। ’
এটিএন নিউজের সাংবাদিক মুন্নী সাহা বন্ধুকে নিয়ে বললেন, ‘আমি আসলে আজ কিছু বলতে আসিনি। প্রিন্সের পেছনে বসে তার সম্পর্কে শুনছি, এটাও আমার গর্ব। ও আমার ভালো বন্ধু। তপুর মতো আমিও বিশ্বাস করি, প্রিন্স মাহমুদ ভালো গান করবে, এটাই তো স্বাভাবিক। ’
এ ছাড়াও অনুভূতি জানিয়েছেন গীতিকার ইব্রাহিম ফাতেমী ও শাহেদ। প্রিন্সের সুর-সংগীতে জেমসের গাওয়া ‘মা’, শাফিন আহমেদের কণ্ঠে ‘জন্মদিন’ গান দুটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে বলে দুটি পৃথক সত্যি ঘটনার কথা জানান অগ্রজ শাহেদ।
প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করাটা স্বপ্নের মতো বলে উল্লেখ করলেন কনা, ইমরান, শামীম, ইভা ও নন্দিতা। তাদের মধ্যে ইমরান ও ইভা ছাড়া বাকি তিনজন খালি গলায় ‘খেয়ালপোকা’র গান গেয়েছেন। এ অ্যালবামে আরও আছে তাহসান, এলিটা, মাহাদি, মিনারের গাওয়া গান। রয়েছে একক ও দ্বৈত গান।
সবশেষে প্রিন্স মাহমুদ বললেন, ‘এই যে সবার এতো ভালোবাসা পেলাম, তাতে অ্যাওয়ার্ডও কিছু না। সবাই নতুন গানগুলো শুনবেন। ’ তিনি মোবাইল প্রতিষ্ঠান রবিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে অংশ নেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, হাসান মতিউর রহমান, হাসান চৌধুরী, জুয়েল মোর্শেদ, এফএ সুমন, কোনাল, গীতিকার লতিফুল ইসলাম শিবলী, রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, জি-সিরিজের স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ।
অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, আপাতত শুধু মোবাইলেই গানগুলো শোনা যাবে। ‘খেয়ালপোকা’ সিডি আকারে আসবে ভালোবাসা দিবসে।
বাংলাদেশ সময় : ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
জেএইচ