ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা রুনা লায়লা

চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে সুখবরটি দিয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন।



এবারের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের জুরি বোর্ডের সদস্য হিসেবে এ সম্মাননা পাচ্ছেন রুনা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ফেসবুকে খবরটি জানান তিনি।

চিঠিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অাশফাক খোপিকার জানান, ‘বিজয়ী নির্বাচনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত জুরি সদস্যদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যানেজিং কমিটি। ’

সুসংবাদটি জানিয়ে বাংলানিউজকে রুনা বলেছেন, ‘জুরি সদস্য হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়াটা আমার জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশি শিল্পী হিসেবে এ সম্মাননা প্রাপ্তিকে গর্বের হিসেবেই দেখছি। ’

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

বাংলাদেশ সময় : ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেএইচ

* দাদাসাহেব ফালকে পুরস্কারের জুরি সদস্য রুনা লায়লা
* বাংলাদেশি হিসেবে আমি ধন্য
* চৈতালী দিনে সুরের মুর্ছনা ছড়ালেন রুনা লায়লা
* সিঙ্গাপুরে দুর্গোৎসবে রুনা লায়লা
* রুনা লায়লা সম্পর্কে কতটা জানেন?
* গ্রেট মিউজিক গুরুকুলে রুনা লায়লা
* লন্ডনের হাউস অব কমন্সে রুনাকে সংবর্ধনা
* আশার জন্য রুনার সমবেদনা
* একমঞ্চে গাইলেন রুনা-বন্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।