ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কান উৎসবে বিচারকদের প্রধান জর্জ মিলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
কান উৎসবে বিচারকদের প্রধান জর্জ মিলার জর্জ মিলার

কান চলচ্চিত্র উৎসবে ৬৯তম আসরে বিচারকদের প্রধান নির্বাচিত হলেন অস্ট্রেলীয় চলচ্চিত্রকার জর্জ মিলার। এবার প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম জিতবে কোন ছবি, তা নির্ভর করবে তার বিচারক প্যানেলের ওপর।

আগামী ১১ মে শুরু হয়ে এই আয়োজন চলবে ২২ মে পর্যন্ত।

জুরি বোর্ডের সভাপতি হিসেবে অস্ট্রেলীয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক জর্জ মিলারের নাম ঘোষণা করা হলো মঙ্গলবার (২ ফেব্রুয়ারি)। আয়োজকদের আমন্ত্রণপত্র পেয়েছে উচ্ছ্বসিত তিনি। তার কথায়, ‘কী ভীষণ আনন্দই না হচ্ছে! পৃথিবী গ্রহের বিভিন্ন প্রান্তের ছবি উন্মোচনের এই আয়োজনে অংশগ্রহণ এবং অন্যান্য বিচারকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া সম্মানের বিষয়। ’

গত বছর কান উৎসবে জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ অংশ নেয় প্রতিযোগিতা বিভাগের বাইরে। এটি ৮৮তম অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনীত হয়েছে। এর মধ্যে পরিচালকের মনোনয়ন পেয়েছেন তিনিও।

জর্জ মিলারকে বলা হয় স্বপ্নদর্শী চলচ্চিত্র নির্মাতা। সত্তর দশকের ঠিক শেষ বর্ষে তার ক্যারিয়ার শুরু। প্রথমেই তিনি বানিয়েছিলেন ‘ম্যাড ম্যাক্স’। এরপর এ সিরিজের আরও তিনটি ছবি হয়েছে তার হাত ধরে।

১৯৮৩ সালে স্পিভেন স্পিলবার্গ, জন ল্যান্ডিস ও জো দান্তের সঙ্গে মিলে জর্জ মিলার পরিচালনা করেন ‘টোয়াইলাইট জোন: দ্য মুভি’। তার বিখ্যাত ছবির তালিকায় আরও আছে জ্যাক নিকোলসন অভিনীত ‘দ্য উইচেস অব ইস্টউইক’ (১৯৮৭), সুসান সারান্ডন অভিনীত “লরেঞ্জো’স অয়েল” (১৯৯২), অ্যানিমেটেড ছবি ‘হ্যাপি ফিট’ (২০০৬)।

পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ৭০ বছর বয়সী মিলার। তার প্রযোজিত ‘বেবি’ (১৯৯৫) অস্কারে সেরা চলচ্চিত্র ও সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যসহ সাতটি বিভাগে মনোনয়ন পায়।   

* জর্জ মিলারের বিখ্যাত কয়েকটি ছবির অংশবিশেষ:


বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।