বহির্বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কুয়ান্টিকো’র প্রথম মৌসুমের কাজ করে পেয়েছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, এবার অস্কার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
এবার মার্ভেল’স অ্যাভেঞ্জার্স গেমের সুপারহিরো মিস মার্ভেল চরিত্রে কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা।
একই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘মিস ওয়ার্ল্ড থেকে মিস মার্ভেল, কি দারুণ পথচলা! আমি সবসময় সুপারহিরো হতে চাইতাম। তাই মার্ভেল অ্যাভেঞ্জার্স অ্যাকাডেমিতে মিস মার্ভেলকে ভাষা দেওয়ার কাজটা অসাধারণ। ও খুব মানবিক সুপারহিরো। ’
মিস মার্ভেলকে বলা যায় ক্যাপ্টেন মার্ভেলের প্রতিরূপ। কমিক বুক ও অ্যানিমেশন ফ্রাঞ্চাইজি ক্যাপ্টেন আমেরিকা পরিবারের সদস্য সে। মোবাইল গেম অ্যাপ্লিকেশন হিসেবে মার্ভেল অ্যাভেঞ্জার্স অ্যাকাডেমি নামে পাওয়া যাবে এটি। মার্ভেল গেমসের সৃজনশীল পরিচালক বিল রোজম্যান প্রতিশ্রুতি দিয়েছেন, ক্লাস প্রেসিডেন্টের জন্য ক্যাপ্টেন আমেরিকাকে ভোট দিতে গেলেই মিস মার্ভেলের সঙ্গে ঘুরতে বেরোতে চাইবেন সবাই!
জানা গেছে, গেমসে হাল্ক চরিত্রে রেসলার থেকে অভিনেতা হওয়া জন চেনা, টনি স্টার্কের ভূমিকায় ডেভ ফ্রাঙ্কো, ব্ল্যাক উইডো হিসেবে অ্যালিসন ব্রি, ওয়াস্প চরিত্রে আলেক্সান্ড্রা ড্যাডারিও, থরের ভূমিকায় কলটন হেইন্স, টিগরা হিসেবে বেলা থর্ন এবং স্পাইডার ওম্যান চরিত্রে কণ্ঠ দেবেন কিয়েরনান শিপকা।
প্রিয়াঙ্কা এর আগে অ্যানিমেটেড টিভি সিরিজে হাতি এলির হয়ে কণ্ঠ দিয়েছেন। এটি প্রামাণ্য কাহিনিচিত্র হিসেবে এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘুরছে। এ ছাড়া হলিউডের অ্যানিমেটেড ছবি ‘প্লেনস’-এ উড়োজাহাজ ঈশানী চরিত্রে কণ্ঠ দেন তিনি।
গত ডিসেম্বরে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে সর্বশেষ দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সামনে মুক্তি পাবে তার অভিনীত ‘জয় গঙ্গাজল’। আরেক খবরে বেরিয়েছে, প্রিয়াঙ্কার গাওয়া ‘এক্সোটিক’ গানটি ইউটিউবে দেখা হয়েছে ৮ কোটি বারেরও বেশি। এতে তাকে সহযোগিতা করেছেন বিখ্যাত র্যাপার পিটবুল।
এদিকে মামলার ঝামেলায়ও ফেঁসেছেন প্রিয়াঙ্কা। তার প্রযোজিত নতুন একটি ছবির নাম ব্যবহারের ওপর স্থগিতাদেশ চেয়ে দিনদোসির সিটি আদালতে মামলা করেছেন পাঞ্জাবি প্রযোজক তালবিন্দর সিং রাঠোর। পাশাপাশি ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি। দেখা যাক প্রিয়াঙ্কা জেতেন কি-না।
* ‘এক্সোটিক’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ