‘সেদিনের সেই ভাষার মিছিল/রোদের ডানায় চড়ে/জেগে উঠবার শপথ জানালো/বাংলা মায়ের তরে...’ এমন কথায় ভাষা দিবসের একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের চার জনপ্রিয় সংগীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, পুলক অধিকারী, নওরীন ও লিজা।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাব্বির বাংলানিউজকে বললেন, ‘ভাষা শহীদদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের অকৃত্রিম ত্যাগের কারণেই আমরা বাংলাতে গান গাইতে পারছি। শহীদদের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধাবোধ প্রকাশ করেছি এই গানটিতে। ’
সাব্বির জানান, গানটি লিখেছেন ছড়াকার আনজীর লিটন। এতে সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। রোববার গানটির ভিডিওচিত্র ধারণে অংশ নিচ্ছেন চার শিল্পী। শুটিং হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে মিউজিক ভিডিওটি।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসও/জেএইচ