আফরান নিশো ব্যক্তিজীবনে অগোছালো নন। যতোটা সম্ভব নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন।
কেমন এই চরিত্রটা? বাংলানিউজকে নিশো বললেন, ‘একটা পরিবারে আমরা দুই ভাই। আমার বড় ভাই চঞ্চল (চৌধুরী)। তিনি নিয়মানুবর্তিতা মেনে চলেন। মানে ডিসিপ্লিন্ড। আর আমি হচ্ছি উল্টো, অর্থাৎ ইনডিসিপ্লিন্ড। তবে আমি কিন্তু বাস্তবে অমন নই। ’
বাস্তবে আপনি কেমন? নিশোর উত্তর- ‘আমি কি করবো তার একটা পরিকল্পনা সাজানো থাকে। কোথায় যাবো সেটারও একটা লক্ষ্য বা গন্তব্য ঠিক করা থাকে। আমি যা কিছুই করি না, গুছিয়ে রাখি নিজেকে। ’
ধারাবাহিক নাটক ‘ইনডিসিপ্লিন’-এ নিশোকে দেখা যাবে নাম ভূমিকায়। এটি লিখেছেন হামেদ হাসান নোমান, পরিচালনায় মিলন ভট্টাচার্য্য। গত ২৫ জানুয়ারি থেকে এর দৃশ্যায়ন শুরু হয়। এটি তৈরি হচ্ছে আরটিভির জন্য।
এদিকে এবারের ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। নাম ‘বাকবাকুম ভালোবাসা’। এতে তার সহশিল্পী সানজিদা প্রীতি। আগামী ১৪ ফেব্রুয়ারি রাতে আরটিভিতে প্রচার হবে এটি।
এ ছাড়া সম্প্রতি একুশে টেলিভিশনে শুরু হয়েছে নিশোর নতুন ধারাবাহিক ‘থার্ড আই’। পরিচালনায় সকাল আহমেদ। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রচার হচ্ছে এটি।
* যে জন্য কয়েক মাস দাড়ি কাটেননি নিশো
* এগিয়ে নিশো, অপূর্ব রোমান্টিকই, সজল সমান্তরাল
* টেলিভিশনে স্পটলাইটে যারা
* খুনি-জংলী নিশো!
* নিশোর নতুন অভিজ্ঞতা
* তিন প্রেমিকা নিয়ে দৌড়ের ওপর নিশো!
* ‘তোমার খাঁচায় বন্দি হতে চাই’
* ‘পাগলের মতো কাঁদতে হবে’
* নিশোর মুখোমুখি নিশো!
* ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিশো
* নিশো এখন ঝামেলামুক্ত
* বিয়ের আসরে নিশো-মিথিলা!
* নিশোর ঘরে নির্ভান
* বাবা হিসেবে আজ তাদের প্রথম বাবা দিবস
বাংলাদেশ সময় : ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
জেএইচ