ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আধুনিক গানের দু’টি অ্যালবামের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আধুনিক গানের দু’টি অ্যালবামের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তরুণ গায়ক অর্ণব সুমনের ‘বাংলার ছেলে’ একক অ্যালবাম ও মিক্সড অ্যালবাম ‘বেঁচে থাকার গান’ এই  দু’টি  আধুনিক গানের সিডি প্রকাশ করেছে গানবাজ।

রোববার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অ্যালবাম দু’টির মোড়ক উন্মোচন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ কণ্ঠশিল্পী আসিফ আকবর, গীতিকার শহিদুল্লাহ ফরাজী।



‘বেঁচে থাকার গান’ অ্যালবামে নয় জন শিল্পীর গান রয়েছে। শিল্পীরা হলেন- বাপ্পা মজুমদার, পান্থ কানাই, সুমন কল্যাণ, সানিয়া রমা, দিনাত জাহান, ঐশি, নিশিতা, রবিন এবং মুহিন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, শ্রোতা দর্শকদের সহযোগিতা পেলে তরুণরা সংস্কৃতির সুফল দিয়ে যেতে পারবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, গানবাজ প্রোডাকশন হাউজের সিইও সোহেল অটল প্রমুখ।

বাংলাদেশ সময়:১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।