‘পুরস্কারটি এখন আমার হাতে! পুরস্কারের পুরস্কার! শুভকামনা ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ’- রোববার (৭ ফেব্রুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশি বংশোদ্ভুত মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি। পুরস্কারের পুরস্কার ব্যাপারটা কী?
বাংলানিউজ থেকে প্রিয়তির সঙ্গে যোগাযোগ করা হলো।
আয়ারল্যান্ডের ডাবলিনে সানরাইজ ফাউন্ডেশনের আয়োজনে রোববার হয়ে গেলো ইন্টারন্যাশনাল রানওয়ে কুইনস রিকগনিশন অ্যাওয়ার্ডস। এখানে মিস বিকিনি আয়ারল্যান্ডের পরিচালক গ্রেগ রায়ানের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রিয়তি। এর আগে লালগালিচায় হেঁটে আলোকচিত্রীদের নজর কাড়েন তিনি।
এ আয়োজনে রিয়ান্নার ‘হোয়্যার হ্যাভ ইউ বিন’ গানের তালে নেচেছেনও প্রিয়তি। তিনি বললেন, ‘আজ আমি ডাবল খুশি! কারণ কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবারই প্রথম নেচেছি। ’
যুক্তরাষ্ট্রের টেক্সাসে মিস ইউনিভার্সাল রয়্যালটি ২০১৩, আয়ারল্যান্ডে মিস আয়ারল্যান্ড ২০১৪, মিস হট চকোলেট ২০১৪, মিস ফটোজেনিক ২০১৪, সুপার মডেল অব দ্য ইয়ার ২০১৪, মিস আয়ারল্যান্ড আর্থ ২০১৫ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিস আর্থ প্রথম রানার-আপ ২০১৬, মিস কমপ্যাশনেট ২০১৬, মিস বেস্ট গাউন ২০১৬, মিস ফিটনেস ২০১৬ হয়েছেন প্রিয়তি।
এদিকে কাল-পরশুর মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে প্রিয়তির। এ যাত্রায় সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষায় কাজ করে এমন দুটি ফাউন্ডেশন ঘুরে দেখবেন তিনি। পাশাপাশি একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের জানাবেন শ্রদ্ধা।
বাংলাদেশ সময় : ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
জেএইচ