ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কস্টিউম ডিজাইনার জয়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
কস্টিউম ডিজাইনার জয়া জয়া আহসান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্রে কিংবা বিজ্ঞাপনচিত্রে জয়া আহসান যেসব পোশাক পরেন, সেগুলোর প্রায় সবই তার ডিজাইন করা। খবরটা অনেকেরই অজানা।

তিনি নিজেই বাংলানিউজকে একথা জানালেন সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে।

তিব্বত বিউটি স্নোর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জয়া। এজন্য আবার নিজের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। গত ২ ও ৩ ফেব্রুয়ারি কলকাতার উপহার নামের একটি কমপাউন্ডে এর দৃশ্যধারণ হয়। এটি নির্মাণ করেছেন শনক মিত্র। চিত্রগ্রহণ করেছেন চাকি হাওলাদার। শিগগিরই এটি প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’তে কাজের পর রানার হোন্ডার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন জয়া। এতে তার সহশিল্পী ছিলেন ওই ছবির অভিনেতা মাহফুজ আহমেদ।

কস্টিউম ডিজাইন প্রসঙ্গে জয়া বললেন, ‘ঢাকায় যতো ছবিতে কাজ করেছি, সবকটিতে নিজের পোশাক পরিকল্পনা নিজেই করেছি আমি। শুধু ‘গেরিলা’র কস্টিউম ডিজাইনার ছিলেন শিমূল আপা (শিমূল ইউসুফ)। এ কাজটা আমি বরাবরই উপভোগ করি। ’

কলকাতায়ও একটি ছবির জন্য নিজের কস্টিউম ডিজাইন করেছেন বলে জানালেন জয়া। এটি হলো ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’। ওপার বাংলার আরও দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এগুলো হলো- অরিন্দম শীলের ‘আবর্ত’ এবং সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’। সামনে কাজ করবেন অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’-এ।

বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।