ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুহিনের ‘কলিজায় লাগে রে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
মুহিনের ‘কলিজায় লাগে রে’ মুহিন

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অনেকের মতো পরিচিতি দিয়েছে মুহিনকেও। এরপর বেরিয়েছে তার চারটি একক অ্যালবাম।

এবার আসছে পঞ্চমটি। এর নাম রাখা হয়েছে ‘কলিজায় লাগে রে’।

এতে গান থাকছে আটটি। এবারই প্রথম নিজের কোনো একক অ্যালবামের সব গানের কথা লিখেছেন ও সুর করেছেন মুহিন নিজেই। এতে রোমান্টিক, জ্যাজ ও রক ধাঁচের গান করেছেন তিনি। এ ছাড়া প্রথমবার মাকে নিয়ে গান লিখেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।  

মুহিনের অন্য একক অ্যালবামগুলো হলো ‘তোমার জন্য’, ‘গোপন কথা’, ‘ঘুম আসে না’ এবং ‘ধুম ধাড়াক্কা’ (২০১৩)। এর মধ্যে তিন বছর আগে প্রকাশিত ‘ধুম ধাড়াক্কা’য় দুটি গান লিখেছেন তিনি, আর সুর করেছেন সাতটি গানের।

গানগল্প এন্টারটেইনমেন্ট থেকে ডিজিটাল কনটেন্টে প্রকাশ হবে মুহিনের নতুন গানগুলো। এবারের ভালোবাসা দিবস থেকে শুরু করে পহেলা বৈশাখ পর্যন্ত একটা করে গান বেরোবে বলে বাংলানিউজকে জানালেন তিনি। তারপর তা বাজারে আসবে অ্যালবাম আকারে।

প্রথমে আসছে ‘কলিজায় লাগে রে’ ও ‘মাশাল্লাহ’ শিরোনামের দুটি গান। এর মধ্যে টাইটেল গানটির ভিডিও তৈরি হয়েছে। এতে অংশ নিয়েছেন তার ব্যান্ড মুহিন অ্যান্ড রকার্স ব্যান্ডের সদস্যরা। এটি নির্মাণ করেছেন এমএস সুমন। মুহিন বললেন, ‘ভিডিওটি দেখা যাবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্যানপেজে। সবাইকে দেখার আমন্ত্রণ। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।