বলিউড অভিনেত্রীদের বেশ কয়েকজন সাম্প্রতিক সময়ে হলিউডে পা রেখেছেন। তারা আন্তর্জাতিক পরিচিতিও পেয়েছেন সেজন্য।
দীপিকা পাড়ুকোন এখন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে ভিন ডিজেলের সঙ্গে কাজ করছেন। প্রিয়াঙ্কা চোপড়া তো ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে খ্যাতি পেয়েছেনই।
এ দুই অভিনেত্রীর প্রসঙ্গ টেনে পিটিআইকে ক্যাটরিনা বলেছেন, ‘একের পর এক অভিনেত্রীরা হলিউডে ছুটে চলায় বলিউডে আমার প্রতিযোগিতার ক্ষেত্র কমে আসছে। তাই এখানে থাকলে কাজের কমতি থাকবে না। এই সুযোগে ভালো চরিত্রগুলোকে কাজে লাগাতে হবে। ’
তবে প্রিয়াঙ্কা বা দীপিকার সীমানা পেরোনোকে খাটো করে দেখছেন না ক্যাটরিনা। তার ভাষ্য, ‘হলিউডে জায়গা গড়ে নেওয়ার জন্য প্রশংসা পেতেই পারেন প্রিয়াঙ্কা। হলিউডে কাজ করার জন্য মনোযোগী হতে মানসিকভাবে দৃঢ় হওয়া প্রয়োজন। তার নিশ্চয়ই সেই স্পৃহা আছে। তা না হলে ২২ ঘণ্টার পথ পেরিয়ে লাইট, ক্যামেরার সামনে অবলীলায় দাঁড়াতে পারে কে! তার এই মনোবলের রহস্য জানতে ইচ্ছে হয়। ও এ নিয়ে বই লিখতে পারে। ও নিজেকে প্রমাণ করেছে। ’
ক্যাটরিনার কথাতেই স্পষ্ট, তিনি ভারতে কাজ করে খুশি। নিজের আগামী ছবি ‘ফিতুর’ নিয়ে ৩২ বছর বয়সী এই তারকা কথা, ‘এটা অনেক ঝুঁকিপূর্ণ ছবি। এতে ছকে বাধা নাচ-গান নেই। এ ধরনের ছবি বানাতে সাহস দরকার। ’
বলিউডে কাজ করতে গিয়ে হিন্দি না জানার কঠিন সময়ের কথা উল্লেখ করে ক্যাটরিনা বলেন, ‘আমাকে এমন একটি ভাষা শিখতে হয়েছে যা মোটেই সহজ নয়। তবুও হিন্দি এবং উর্দু আয়ত্ত্বে আনতে অনেক চেষ্টা করেছি। শৈশব থেকে যে ভাষায় কথা বলিনি, তাতে অভ্যস্ত হওয়া সত্যিই কঠিন ব্যাপার। ’
‘ফিতুর’-এ ক্যাটরিনার সহশিল্পী আদিত্য রয় কাপুর ও টাবু। অভিষেক কাপুর পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
বিএসকে/জেএইচ