ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গান গাইতে পারছেন না কাঙালিনী সুফিয়া

সৈয়দ হাসিবুন নবী, সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
গান গাইতে পারছেন না কাঙালিনী সুফিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পরানের বান্ধব রে.....বুড়ি হইলাম তোর কারণে। সবার পরিচিত এই গানের শিল্পী কাঙালিনী সুফিয়া বয়স ও নানা অসুখের কারণে আর গান গাইতে পারছেন না।

শুয়ে আছেন বিছানায়।

মায়ের অসুস্থতা ও বয়সের ভারে আর গান করতে না পারার বিষয়টি বাংলানিউজকে এভাবেই বলেছিলেন কণ্ঠশিল্পীর মেয়ে পুষ্প।

পুষ্প বলেন, চেহারা দেখে তাকে এখন অনেকেই চিনতে পারবেন না। তার শরীর এতো খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, রোগে-দারিদ্র্যে বয়সের তুলনায় যেন বুড়ি হয়ে গেছেন এই গুণী শিল্পী। তিনি বরাবরই রোগা-পাতলা। কিন্ত অমন প্রাণহীন ছিলেন না কখনো। তার কণ্ঠ সব সময়ই ছিল প্রাণ-প্রাচুর্য্যে ভরা। তার গান শুনতে অনুষ্ঠানে সবসময়ই ভিড় করেন দর্শকরা।

মেয়ে পুষ্প বলেন, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ রয়েছেন। জীবিকার তাগিদে অসুস্থ অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন তিনি। অসুস্থ শরীর তাকে আটকে রাখতে পারেনি। অথচ কিছুদিন ধরে রোগের সঙ্গে প্রাণপণ লড়তে লড়তে স্তব্ধ হয়ে যেতে বসেছে তার কণ্ঠ।

শিল্পীর মেয়ে আরো বলেন, কয়েক বছর আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। তাৎক্ষণিক  সময়ে চিকিৎসা দেওয়া হলেও এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যান। স্থানীয় চিকিৎসকের দেওয়া ওষুধ খেলেও পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না তিনি। এখনো তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনেক দিন ধরেই অসুস্থ এ শিল্পী। তাকে দেখার কেউ নেই। সাভারের জামসিং এলাকায় তিন শতাংশ জমির উপর কোনমতে ধারদেনা করে দুটি রুমের একটি বাড়িতে বসবাস করেন  শিল্পী, তার মেয়ে আর নাতনী। মাঝে মধ্যে প্রতিবেশিদের সাহায্য সহযোগীতা পেলেও তা আর কতোদিন? এলাকার দোকানিরাও বাকী দিতে অসম্মতি জানায়।

শিল্পীর স্বামী কুষ্টিয়ায় থাকলেও তার খোঁজ-খবর তেমন নেন না। লোক মুখে শোনা গেছে সেখানে তিনি আবার বিয়ে করেছেন।

শিল্পী সুফিয়া গান গেয়ে যা রোজগার করেন তা দিয়ে কোনো ভাবে তাদের দিন চলে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মাসিক কিছু ভাতা দেওয়া হয়। তার অসুস্থ অবস্থায় শিল্পীর ভক্তরা কিছুটা সাহায্য করলে হয়তো শিল্পীর পক্ষে বেঁচে থাকা সম্ভব।

শিল্পী আক্ষেপ করে বলেন, আমি আমার ভক্তদের জন্যই গান গাই। আমি যেন আবার গান গাইতে পাড়ি এজন্য জনগণের সাহায্য আমার খুবই দরকার। কাঙালিনী সুফিয়া এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর জন্য আহবান জানান।

তিনি এও বলেন, আমাকে সাহায্য না করেন সমস্যা নাই, গান গাওয়ার সুযোগ দিন। আমাকে প্রোগ্রাম করতে দিন। দেশে কতো বড় বড় কোম্পানি আছে আমার গানের সুযোগ করে দিক। আমি গানের মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।

উল্লেখ্য,কাঙালিনী সুফিয়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ছায়াছবিসহ বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন। জনপ্রিয় এই শিল্পীর জন্ম স্থান রাজবাড়ি জেলার রামদিয়া গ্রামে। তার বয়স এখন ৭৫।

বাংলাদেশ সময় :১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।