ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পুরস্কারের দৌড়ে নেই সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পুরস্কারের দৌড়ে নেই সোনম সোনম কাপুর

সামনে মুক্তি পাবে ‘নির্জা’। এখন সেদিকেই তাকিয়ে আছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। আশা করা হচ্ছে, এ চরিত্রটি অনিল কাপুরের কন্যাকে পুরস্কার এনে দেবে। তবে পুরস্কারের দৌড়ে যোগ দেওয়ার চেয়ে নিজের অভিনয়ের দিকেই তার বেশি মনোযোগ।

পিটিআইকে সোনম বলেছেন, ‘পুরস্কারের জন্য আমি কাজ করি না। নৈপুণ্য দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ। নিজের পরিচিতি নিয়ে আমি সন্তুষ্ট। পুরস্কারের মাধ্যমে আরও ভালো কাজের উৎসাহ আর আত্মবিশ্বাস পাওয়া যায়। এতে প্রতিযোগিতা থাকে। এখানেই শুধু পুরস্কার গুরুত্বপূর্ণ। ’

বলিউডে শুধু নারীদের কাজের প্রতি সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ পুরস্কার প্রথা চালুর আহ্বান জানালেন সোনম কাপুর। তার কথায়, ‘যদিও বলিউডে বেশকিছু পুরস্কার আছে। এগুলোই যথেষ্ট। আমার আশা, এসব আয়োজনে নারীদের মনোনয়নের সংখ্যা আরও বাড়বে। ’

সোনমের মতে, বলিউডে ধীরে ধীরে পুরুষদের আধিক্য কমছে। উদাহরণ দিতে গিয়ে নিজের বোন রিয়া কাপুরের প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘খুবসুরত’ নির্মাণের সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে আনলেন তিনি। অনেক প্রযোজকই এ ছবির সঙ্গে যুক্ত হতে এবং রিয়ার সঙ্গে কাজ করতে চাননি।

তবে আশাবাদ ব্যক্ত করে সোনম বলেন, ‘চিত্রটা বদলেছে। কারণ আমার কোনের ছবিটি ভালো ফল পেয়েছে। এখন প্রত্যেকে ওর সঙ্গে কাজ করতে আগ্রহী। যে কোনো কাজের প্রথম ধাপটা কঠিন, তবে সফল হলে আর কোনো সমস্যা হয় না। বলিউডে পুরুষদের প্রাধান্যই বেশি, তবে এটা পরিবর্তন হচ্ছে। ’

এদিকে রাম মাধবানি পরিচালিত ‘নির্জা’ মুক্তি পাবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এর গল্প ২৩ বছর বয়সী বিমানবালা নির্জা ভানোতকে ঘিরে, যে মেয়েটির সাহসিকতায় একটা গোটা উড়োজাহাজের যাত্রী বেঁচে গেছে। নির্জার মতোই নিজেকে সাহসী দাবি করে সোনম বলেন, ‘আমি সবসময়ই সাহসী। তবে চমকে যাওয়ার মতো ব্যাপার হলো, নির্জা ভয় থেকেই সাহস সঞ্চয় করেছিলো। তার জীবনের ভয় ছিলো। কিন্তু সে তা-ই করেছে যা তার সঠিক মনে হয়েছে। সঠিক দিকেই নিজেকে রেখেছে সে। এতে চরিত্রটির অসাধারণ প্রাণশক্তি দৃশ্যমান হয় আমাদের সামনে। ’

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।