ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফ্রান্সে তিনটি পুরস্কার জিতলো ‘আন্ডার কনস্ট্রাকশন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ফ্রান্সে তিনটি পুরস্কার জিতলো ‘আন্ডার কনস্ট্রাকশন’

ফ্রান্সের ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ডসহ তিনটি পুরস্কার জিতেছে ‘আন্ডার কনস্ট্রাকশন’। ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউরোপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এশীয় চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় নির্মাতা রুবাইয়াত হোসেনের হাতে।



ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড, এমিলি গিমেট জুরি অ্যাওয়ার্ড এবং স্পেশ্যালি জুরি অ্যাওয়ার্ড এই তিনটি পুরস্কারে ভূষিত হয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’। এবারের ইন্টারন্যাশনাল জুরি চেয়ারম্যান ছিলেন কোরিয়ান নিউ ওয়েভের অন্যতম এও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ইম সাং সু এবং তার সঙ্গে ছিলেন নান ত্রিবেনী আছনাস, মানিয়া আকবরী এবং ইউথানা মুকদাসানিতের মত স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক।

প্যরিসের গিমেট ন্যাশনাল মিউজিয়াম অব এশিয়ান আর্টসের পক্ষ থেকে প্রদত্ত এমিলি গিমেট জুরি অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরস্কার অর্জন করেছে ‘আন্ডার কন্সট্রাকশন’। এপ্রিল মাসে এ মিউজিয়ামের পক্ষ থেকে প্যারিসে প্রদর্শিত হবে ছবিটি।

এছাড়াও প্রেস জুরিদের বিচারে বিশেষ সমালোচনা পুরস্কারও জিতেছে ‘আন্ডার কনস্ট্রাকশন’। এবারের প্রেস জুরি ছিলেন কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইকের ডিরেক্টর ও কায়ে দ্যু সিনেমার প্রাক্তন সম্পাদক চার্লস টেসন, ফরাসি মুভি ম্যাগাজিন পজিটিভের এথনি ও’নীল ও বিশিষ্ট ক্রিটিক ভিন্সেন্ট মালাউসা। জুরীগণ ছবিটিকে ‘ক্রম-বর্ধমান একটি শহরে নারীর চলমান ও সমৃদ্ধ উপস্থাপনা’ হিসেবে চিহ্নিত করেন।

ফ্রান্সের ভেসল শহরে অনুষ্ঠিত এশীয় চলচ্চিত্রের প্রথম ও সবচাইতে সম্মানজনক এই উৎসব এশিয়ার সম্ভাবনাময় চলচ্চিত্রকারদের অবিষ্কার ও তাদের চলচ্চিত্রের প্রসারে ব্যাপক ভূমিকা রেখে আসছে। উৎসবে যোগ দিতে রুবাইয়াত হোসেন ও অভিনেত্রী শাহানা গোস্বামীকে আমন্ত্রণ জানানো হয়। উৎসবে পুরস্কার প্রদানকালে ছবিটি সম্পর্কে বলা হয়, ‘এটি বাংলাদেশের একজন নারী নির্মাতার সাহসিকতাপূর্ণ চলচ্চিত্র যা সমাজের একেবারে মর্মস্থলে স্থান করে নেয়, কিন্ত নারী হিসাবে কোনোরূপ পক্ষপাত ছাড়াই এটি একটি মাস্টারপিস। ’

ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমা হলে মুক্তি পেয়েছে ২২ জানুয়ারি। চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে ব্যাপক সারা ফেলেছে ছবিটি। ছবিটির পরিবেশনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।