বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ঢাকায় আসছেন না জেনে হতাশ বিনোদনপ্রেমীরা। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ শীর্ষক কনসার্টটি স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে কনসার্টটি আপাতত না করার জন্য বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আমাদের চেষ্টা, আন্তরিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিলো না। ’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ অনুষ্ঠানের টিকেট ক্রেতাদেরকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর শোবিজ। তাদের দাবি, শিগগিরই কারিনা ঢাকায় এসে জমকালো পরিবেশনায় অংশ নেবেন। খুব তাড়াতাড়ি আয়োজকরা কনসার্টের নতুন দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হচ্ছিলো। তবে বৃহস্পতিবার ডিবির যুগ্ম কমিশনার অন্তর শোবিজকে কনসার্টটি স্থগিত করতে বলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, আয়োজকদের মধ্যে শৃঙ্খলার অভাব ও সমন্বয়হীনতা দেখা গেছে। তবে স্বপন চৌধুরী এটি অস্বীকার করে বলেন, ‘সিটি কর্পোরেশনের সঙ্গে কিংবা কোথাও আমাদের মধ্যে সমন্বয়হীনতা ছিলো না। নিরাপত্তাকেই এখানে গুরুত্ব দিচ্ছে পুলিশ। ’
** কারিনার পারিশ্রমিকের কর ৬০ লাখ টা
** কারিনার কনসার্ট স্থগিত
বাংলাদেশ সময় : ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ