ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাটাকুটি ছাড়াই ‘আইসক্রিম’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কাটাকুটি ছাড়াই ‘আইসক্রিম’

কোনো কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। গত ৮ ফেব্রুয়ারি জুরিবো‍র্ডের সদস্যরা ছবিটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংশ্লিষ্টদের কাছে সেন্সর কা‍র্ড হস্তান্তর করা হয়।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন রেদওয়ান রনি। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘এ দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। বিনা কর্তনে ছাড়পত্র পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। খুব অল্প সময়ের মধ্যে অনলাইনে ছবিটির ফা‍র্স্টলুক টিজার ও মোশন পোস্টার উন্মুক্ত করার মধ্য দিয়ে দর্শকদেরকে আইসক্রিমের স্বাদ বিলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবো। শিগগিরই সংবাদ সম্মেলনে মুক্তির দিনক্ষণ জানানো হবে। ’

‘আইসক্রিম’-এর মাধ্যমে তিন নতুনের অভিষেক হচ্ছে একসঙ্গে। তারা হলেন নবাগত উদয়, রাজ ও তুষি। তাদের মধ্যে তুষি উঠে এসেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে। এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, দিতি, এটিম শামসুজ্জামান ও অনেকে। প্রযোজনায় পিং-পং এন্টারটেইনমেন্ট, পপক‍র্ন ফিল্মস ও টপ অব মাইন্ড

ছবির নামকরণ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, ‘আইসক্রিম সবারই প্রিয় এবং ভালোবাসার প্রতীক। আইসক্রিম দেখতে সুন্দর, কালারফুল, খেতেও মজা। কিন্তু আইসক্রিমকে রাখতে হয় একটি নি‍র্দিষ্ট তাপমাত্রায়। মানুষের ভালোবাসার স‍ম্প‍র্কও তেমনই। ভালোবাসা অনেক আনন্দের, কিন্তু সেটাকে যত্ন করে রাখতে হয়। না‍র্সিং ছাড়া ভালোবাসা বাঁচে না। আইসক্রিম ছবিটি ভালোবাসার সম্প‍র্ক আর যত্নের গল্প। ’

এর আগে ‘চোরাবালি’ ছবিটি পরিচালনা করেন রেদওয়ান রনি। এর জন্য সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া এতে অভিনয়ের জন্য জয়া আহসান সেরা অভিনেত্রী, শহীদুজ্জামান সেলিম সেরা খল অভিনেতা ও এটিএম শামসুজ্জামান সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়া সেরা শব্দগ্রাহক হন রিপন নাথ।

বাংলাদেশ সময় : ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।