ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিডনি ও মেলবোর্নে পুতুলের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
সিডনি ও মেলবোর্নে পুতুলের গান পুতুল

‘পৌঁছে গেছি অস্ট্রেলিয়া। ঘুমাতে যাই।

শুভরাত্রি’- বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী পুতুল। মালয়েশিয়া এয়ারলাইন্সে চেপে সেখানে গেছেন তিনি।

এনটিভি অস্ট্রেলিয়ার আয়োজনে ‘এনটিভি উৎসব ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে আগামী ১৩ ফেব্রুয়ারি সিডনি এবং ১৪ ফেব্রুয়ারি মেলবোর্নে সংগীত পরিবেশন করবেন পুতুল। তার পাশাপাশি থাকছে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী তারেক তূর্যর পরিবেশনা।

দুই দিনের এ অনুষ্ঠানে থাকছে স্থানীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা, স্থানীয় তরুণদের দলগত পরিবেশনা, স্থানীয় সাংবাদিক, লেখক, কমিউনিটির পুনর্মিলনী, এনটিভি অস্ট্রেলিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।

পুতুল জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। তার আগেই অমর একুশে গ্রন্থমেলায় প্রিয়মুখ প্রকাশনী থেকে চলে আসবে তার লেখা প্রথম কবিতার বই ‘পুতুলকাব্য উপক্রমণিকা’। এতে থাকছে প্রকাশিত-অপ্রকাশিত ১১৭টি লেখা।

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন সাজিয়া সুলতানা পুতুল। এ পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম বেরিয়েছে। এগুলো হলো- ‘সন্ধ্যাবাড়ির বারান্দায়’ (২০০৮), ‘মাটির পুতুল’ (২০১০), ‘পুতুলগান’ (২০১২), ‘পুতুলগান দ্বিতীয় অধ্যায়’ (২০১৪)।

বাংলাদেশ সময় : ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।