প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পহেলা ফাল্গুনে এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ছবিটি দেখতে পারবেন আমন্ত্রিত অতিথিরা। এখানে সংবাদমাধ্যমের কর্মীরাই মূলত থাকবেন বলে জানিয়েছেন হাভাস মিডিয়া বাংলাদেশের সহ-সভাপতি সৈয়দা শামীমা বেলি।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, ফেরদৌস, মাহিয়া মাহি, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, পূজা চেরি প্রমুখ। প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তার সৃষ্টিকর্ম নিয়ে আর কোনো ছবি মুক্তি পায়নি। তাই ‘কৃষ্ণপক্ষ’ আছে কৌতূহলের কেন্দ্রে।
* এই ফাগুনে রিয়াজ
* পুরনো গানে নতুন রিয়াজ-মাহি
* কৃষ্ণপক্ষে ফেরদৌস
* ছোটবেলায় পূজা, বড় হয়ে তানিয়া
* শুটিংস্পটে কী হয়েছিলো রিয়াজের?
* হাসপাতালে রিয়াজ
* ‘দুর্ঘটনা’য় কৃষ্ণপক্ষ!
* ‘শাড়ি পরে বসে আছি’
* শেষ দৃশ্যের আগেই সিনেমা শেষ!
* রিয়াজের সঙ্গে মাহি
* হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ বানাচ্ছেন শাওন
বাংলাদেশ সময় : ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেএইচ