ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সামিরা ফিরছেন কিন্তু ফিরছেন না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
সামিরা ফিরছেন কিন্তু ফিরছেন না!

চার বছর ধরে লাপাত্তা বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি! সেই যে ২০১২ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘চক্রব্যুহ’ ছবিতে তাকে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা গেলো, এরপর তো আর তার কোনো খবরই নেই। অনেকদিন পর রূপালি পর্দায় ফিরছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।



ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ‘মহাযোদ্ধা রামা’য় পাওয়া যাবে সামিরাকে। তবে সশরীরে নয়, এতে সীতা চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। অভিমন্যু সিং পরিচালিত ছবিটিতে রাম চরিত্রে কুনাল কাপুর ও অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিমি শেরগিল ও গুলশান গ্রোভার।

টাইমস অব ইন্ডিয়াকে সামিরা বলেছেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালে ছবিটির কাজ করেছিলাম। কিন্তু এর কাজ অনেকদিনের জন্য পিছিয়ে যায়, বদলেছে প্রযোজনা প্রতিষ্ঠানও। সব জটিলতা কেটে গেছে। এটি মুক্তি পাচ্ছে বলে আমি আনন্দিত। ’ যোগ করে আরও বলেন, ‘অন্য চরিত্রের জন্য ডাবিং করা মজার ব্যাপার। অভিনয়শিল্পীদেরকে সাধারণত নিজের চরিত্রেই কণ্ঠ দিতে হয়। ’

গত বছরের মে মাসে প্রথম সন্তানের মা হন সামিরা। ‍স্বামী আকশাই ভার্দেকে নিয়ে সুখেই দিন কাটছে তার। রূপালি পর্দায় আবার ফিরবেন কি-না তা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সন্তান জন্মের পর যেসব মায়ের কাজে ফেরেন তারা প্রশংসার দাবিদার। তবে কাজটা সহজ নয়। অভিনয়ে প্রত্যাবর্তনের কথা আরও পরে ভাববো। ’

হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কান্নাড়া চলচ্চিত্র শিল্পে কাজ করার পাশাপাশি দুটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন সামিরা রেড্ডি। এগুলো হলো বুদ্ধদেব দাশগুপ্তর ‘আমি, ইয়াসিন ও আমার মধুবালা’ (২০০৭) এবং ‘কালপুরুষ’ (২০০৮)। দুটিতেই তার কাজ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময় : ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।