রাজধানীর ব্যস্ত একটি ব্যান্ডে যোগ দিয়ে অল্প দিনে সুনাম কুড়িয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী রিসাদ। কথাবার্তা থেকে শুরু করে পোশাক, চেহারা, শিক্ষা- সবমিলিয়ে রিসাদ যথেষ্ট স্মার্ট।
মেঘলাদের বাসা ভাড়া নেয় রিসাদ। এই মেয়েটি মাঝে মধ্যে গল্প-কবিতা লেখে। রিসাদের পুরনো গানের ভক্ত মেঘলা। সেই সূত্রে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মেঘলার একটি কবিতা দিয়ে রিসাদ গান সুর করে ফেলে। কিছুদিন পর একটি টিভি চ্যানেলে ওই গানটি গেয়ে প্রশংসিত হয় রিসাদ। টিভি স্টুডিও থেকে বের হয়ে সে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে।
গল্পটা ‘তোমায় ভেবে লেখা’র। এতে রিসাদ চরিত্রে তাহসান, মেঘলার ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা আর আদৃতা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। ভালোবাসা দিবসের নাটকটিতে আরও আছেন আদনান ফারুক হিল্লোল, নাবিলা ইসলাম ও মিতুল রহমান।
গল্পটি লিখেছেন বিপ্লব দাশ, চিত্রনাট্য ও পরিচালনায় ইমরাউল রাফাত। আগামী ১৪ ফেব্রুয়ারি ৮টায় আরটিভিতে প্রচার হবে এটি। ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত ‘তোমায় ভেবে লেখা’ প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।
বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
জেএইচ