সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার ও মেহরীন- এই তিন তারকা সংগীতশিল্পীর গান পাওয়া যাবে একটি চলচ্চিত্রে। নাম ‘পুত্র’।
কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেলেও সুজন দীর্ঘদিন ধরে সুর করছেন অন্য শিল্পীদের জন্য। সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার ও মেহরীনের জন্য সুর তৈরি করে উচ্ছ্বসিত তিনি। ভালো লাগার আরেকটি কারণ হলো- প্রথমবার কোনো চলচ্চিত্রের সব গান তৈরি করছেন সুজন।
‘পুত্র’র জন্য গান লিখেছেন জুলফিকার রাসেল ও ছবিটির পরিচালক সাইফুল ইসলাম মাননু। সংগীতায়োজন করেছেন সোহেল আজিজ ও আজম বাবু। অন্যান্য গানে কন্ঠ দিয়েছেন তাপসী রুমা ও রাতুল।
অটিস্টিক শিশুদের গল্প নিয়ে দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এর সার্বিক তত্ত্ব্বাবধানে আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। হারুন রশীদের কাহিনী ও সংলাপে সাইফুল ইসলাম মান্নুর প্রথম ছবি ‘পুত্র’। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, সাবেরী আলম প্রমুখ।
২০০২ সালে প্রিন্স মাহমুদের কথা-সুরে প্রকাশ হয় সুজন আরিফের প্রথম একক অ্যালবাম ‘ও আমার পুতুল’। এরপর ‘প্রেমা তোমায় নিয়ে’ (২০০৬) ও ‘ভালোবাসিরে’ (২০১৫) নামে দুটি একক অ্যালবাম আসে তার। ২০০১ সালে সংগীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বেনসন অ্যান্ড হেজেস’ বেস্ট পারফর্মার নির্বাচিত হয়েছিলেন সুজন আরিফ।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসও/জেএইচ