দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়ক রিয়াজ ও ফেরদৌসের খুনসুঁটির খবর সবাই জানেন। তারা একে অপরকে ‘মামা’ বলে সম্বোধন করেন।
মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’তে রিয়াজ গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, ফেরদৌস আছেন অতিথি শিল্পী হিসেবে। ছবিটির সফলতার ব্যাপারে দু’জনই আশাবাদী।
বসন্তের প্রথম দিন (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ‘কৃষ্ণপক্ষ’র উদ্বোধনী প্রদর্শনীতে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে হাজির হয়েছিলেন ফেরদৌস ও রিয়াজ। জীবদ্দশায় হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে কাজ করেছিলেন এই দুই নায়ক। তার মৃত্যুর পরের প্রথম ছবিটিতেও আছেন তারা। এ সম্মান ও ভালোবাসায় কৃতজ্ঞ দুই চিত্রনায়ক।
‘কৃষ্ণপক্ষ’র উদ্বোধনী প্রদর্শনীর আগে স্বল্প পরিসরে বক্তব্য রাখেন পরিচালক মেহের আফরোজ শাওন। ফটোসেশনের পর্ব সেরে একে একে প্রেক্ষাগৃহে ঢুকে পড়ছেন সবাই। তখনও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপ ও ফটোসেশন করছেন রিয়াজ ও ফেরদৌস। বাংলানিউজের ক্যামেরার সামনে দুই নায়ক দাঁড়ালেন বন্ধুত্বের সুন্দর প্রতিকৃতি হয়ে। হঠাৎ করে রিয়াজ বলে উঠলেন, ‘নায়িকা (মাহিয়া মাহি) আসেনি তো কী হয়েছে!’ ফেরদৌস বন্ধুর কথায় আমোদ পেলেন। তিনি বললেন, ‘ঠিক বলেছো মামা, আমরা আছি, আর কী লাগে…!’
আগামী ২৬ ফেব্রুয়ারি ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, পূজা চেরি প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসও/জেএইচ