রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘শ্যামা’র সব চরিত্র ভরতনাট্যম নৃত্যে এককভাবে ফুটিয়ে তুলবেন নৃত্যশিল্পী অর্ণ কমলিকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি মিলনায়তনে (প্লট-১৬, ব্লক-বি) আগামী ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রয়েছে তার পরিবেশনা।
অর্ণ কমলিকা ভরতনাট্যম ও মনিপুরি নৃত্য শিখেছেন ছায়ানটে। এখানেই সাত বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। নাচ শিখেছেন বাংলাদেশের শর্মিলা বন্দ্যোপাধ্যায়, বেলায়েত হোসেন ও তামান্না রহমান এবং ভারতের সি.ভি. চন্দ্রশেখরের কাছে। ২০১১ সালের ডিসেম্বরে কানাডায় ভ্যানক্যুভারের ম্যান্ডালা আর্টস অ্যান্ড কালচারে নাচের ওপর স্নাতক করেছেন তিনি।
‘শ্যামা’র পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’ ও ‘চিত্রাঙ্গদা’য়ও নেচেছেন অর্ণ কমলিকা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেএইচ