ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্র্যামির শুরুতে যা হবে, পরে যা যা থাকছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গ্র্যামির শুরুতে যা হবে, পরে যা যা থাকছে

৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে থাকছে বিখ্যাত শিল্পীদের পরিবেশনা। এবারের আয়োজনের শুরুতে গান গাওয়ানোর জন্য মার্কিন গায়িকা টেলর সুইফটকে বেছে নিয়েছেন আয়োজকরা।



জানা গেছে, নিজের ‘নাইনটিন এইটি নাইন’ অ্যালবামের গান গেয়ে শোনাবেন সুইফট। তিন বছর আগে গ্র্যামির শুরুতেই নিজের বিখ্যাত গান ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ পরিবেশন করেন তিনি। এবার সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। এর মধ্যে আছে বর্ষসেরা অ্যালবাম, বর্ষসেরা গান ও রেকর্ড অব দ্য ইয়ার বিভাগ।

গ্র্যামির এবারের আসর উপস্থাপনা করবেন এলএল কল জে। সিবিএস চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানে সুইফট ছাড়াও সংগীত পরিবেশন করবেন অ্যাডেল, জাস্টিন বিবার, কেন্ড্রিক ল্যামার, ক্যারি আন্ডারউড, ক্রিস স্ট্যাপলটন, রিয়ান্না, দ্য উইকেন্ড, ‘হ্যামিলটন’ ব্রডওয়ের কলাকুশলী, রক ব্যান্ড অ্যালাবাম শেকস, গায়ক মিগুয়েল ও ১২ বছর বয়সী জ্যাজ পিয়ানো বাদক জোয়ি আলেক্সান্ডার প্রমুখ।

কিংবদন্তি গায়ক লায়োনেল রিচির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ‘ইউ আর’ গানটি সম্মিলিত কণ্ঠে গাইবেন ডেমি লোভেটো, মেগান ট্রেইনর, জন লিজেন্ড ও লুক ব্রায়ান। প্রয়াত শিল্পী ডেভিড বোওয়ির প্রতি শ্রদ্ধা জানাবেন গায়িকা লেডি গাগা। প্রয়াত গ্লেন ফ্রি’র প্রতি সম্মান জানিয়েছে মঞ্চে উঠবেন ঈগলস ব্যান্ডের সদস্যরা। মোটরহেড ব্যান্ডের লেমির প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চে উঠবে হলিউড তারকা জনি ডেপের ব্যান্ড দ্য হলিউড ভ্যাম্পায়ারস।

২০১৪ সালের ১ অক্টোবর থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রকাশিত গানগুলো বিচার করা দেওয়া হবে পুরস্কার। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে ১৫ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ১৬ ফেব্রুয়ারি ভোর) অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এর আগে এখানে পনেরোবার হয়েছে একই আয়োজন।

বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।