১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।
মান্না আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ওই বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’। এরপর প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
মান্না অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি।
বাংলাদেশ সময় : ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ