ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজস্থানে ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রাজস্থানে ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’

ভারতের রাজস্থানে আয়োজিত আন্তর্জাতিক নাট্য ও লোক উৎসবে আমন্ত্রিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদলের দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’। এই আয়োজনের নাম রাখা হয়েছে ‘রঙ রাজস্থান-২০১৬’।



রাজস্থানের জয়পুরের সুবিখ্যাত জওহর কলা কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি ‘ত্রিংশ শতাব্দী’ ও ২৯ ফেব্রুয়ারি ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী হবে। এজন্য আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ সদস্যের দল রওনা দেবে রাজস্থানের উদ্দেশে।

বাদল সরকারের মূলরচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ প্রযোজনা দুটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে আধুনিক বাঙলা নাট্যরীতি। এর মধ্যে সার্ধশত রবীন্দ্রবর্ষে ২০১১-এ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নিয়ে এবারই প্রথম দেশের বাইরে যাচ্ছে দলটি।

যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’তে তুলে ধরা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণ তথা পরবর্তী নানা যুদ্ধ-অনাচার-গণহত্যার বিষাদময় পরিণতি। অন্যদিকে মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ রচিত ‘চিত্রাঙ্গদা’ যেন পৌরাণিক কাহিনির আড়ালে এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়!

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।